banglanewspaper

 বাশখালীতে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিহতদের পরিবারের কাছে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি উঠার একদিন পরই দাবি পূরণের উদ্যোগ নিয়েছে সরকার। 

শুক্রবার বাদ জুমা নিহতদের পরিবারে মোট ৬০ লাখ টাকা হস্তান্তর করা হবে। অনুদান তুলে দিবেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। 

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে সংঘর্ষে নিহত চারজনের পরিবারকে সরকার ১৫ লাখ টাকা করে প্রদান করবে। এ ছাড়া এ ঘটনায় আহতদের চিকিৎসা ব্যয় হিসেবে উপযুক্ত অনুদান প্রদান করা হবে। ইতিমধ্যে হতাহতদের তালিকা প্রস্তুত করা হয়েছে। শুক্রবার নিহতদের পরিবারের সদস্যদের হাতে ১৫ লাখ করে মোট ৬০ লাখ টাকা তুলে দেওয়া হবে।

ট্যাগ: