banglanewspaper

প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা করে পর্ন ফিল্ম দেখুন আর ঘরে বসেই মাসে ৯ লক্ষ টাকা আয় করুন! সোশ্যাল মিডিয়ায় বা ফোনে ঘুরে বেড়ানো কোনও আজগুবি মেসেজ নয়। একেবারে সত্যিকারের বিজ্ঞাপন। ডেনমার্কের একটি বার সম্প্রতি চাকরির ‘লোভনীয়’  এই বিজ্ঞাপনটি দিয়েছে। পদের নাম ‘পর্ন জ্যাকি’।

পর্ন জ্যাকির জন্য বিজ্ঞাপন বেরনোর পর থেকেই মুহুর্মুহু আবেদন পত্র জমা পড়বে এটাই তো স্বাভাবিক। তবে ডেনমার্কের ওই বার পর্ন জ্যাকি পদের জন্য নূন্যতম কিছু যোগ্যতাও বেঁধে দিয়েছে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের বেশি। খোলামেলা মনের হতে হবে। তিনি কেন নিজেকে এই কাজের জন্য উপযুক্ত মনে করেন তা বার কর্তৃপক্ষকে জানাতে হবে। আর তাঁকে খুব ভাল সাউন্ড এডিটর হতে হবে।

বেছে নেওয়া আবেদনকারীকে পর্ন ফিল্ম দেখার জন্য ডিভিডি, ল্যাপটপ এমনকী বারের ভিতরে একটি ফাঁরা ঘরও তাঁকে দেওয়া হবে। হঠাৎ করে এমন অদ্ভুত কাজের বিজ্ঞাপন দিতে গেলেন কেন বার কর্তৃপক্ষ?
বারের মালিকের উত্তর, পর্ন ফিল্ম দেখে কিছু আকর্ষণীয় শব্দ এডিট করবেন পর্ন জ্যাকি। সেই শব্দ বারের বিভিন্ন অংশে, বিশেষ করে বাথরুমে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে ব্যবহার করা হবে। ব্যবসা আরও ফুলে ফেঁপে ওঠার জন্যই এই ব্যবস্থা।

ট্যাগ: