banglanewspaper

কলম্বিয়ায় বিনা ভিসায় প্রবেশ করায় বাংলাদেশীসহ ৩৭ দক্ষিণ এশীয় অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে। 

শুক্রবার ১০ জুন দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মানব পাচারকারীরা অবৈধভাবে কলম্বিয়ায় প্রবেশ করিয়ে তাদেরকে অসহায় অবস্থায় রেখে পালিয়ে যায়। 
 
কলম্বিয়ার নৌবাহিনী জানিয়েছে, ‘মানব পাচারকারীরা তাদেরকে এক দেশ থেকে অন্য দেশে পাচার করে অসহায় অবস্থায় রেখে যাওয়ার পর তাদেরকে পানামা সীমান্তবর্তী রিওসুসিও শহরের কাছে পাওয়া গেছে।
 
এই অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ৩৬ পুরুষ ও এক নারী রয়েছে। এরা বাংলাদেশ, নেপাল, ভারত ও পাকিস্তান থেকে এসেছে। 
 
নৌবাহিনীর বিবৃতিতে আরো বলা হয়, কর্মকর্তারা তাদেরকে বন্দর নগরী টার্বোতে স্থানান্তর করেছে। এটি ক্যারিবীয় সমুদ্রের অন্তর্গত গাল্ফ অব উরাবার উপকূলে অবস্থিত। সেখানে তাদেরকে খাবার ও ওষুধ দেয়ার পর অভিবাসন কতৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে। 
 
টার্বোর সরকার সচিব এমেলিডেস মুনোজ বলেন, কলম্বিয়ার কর্মকর্তারা টার্বোতে বৈধ কাগজবিহীন ৩২২ জনকে দেশটিতে প্রবেশে বাধা দেয়। এদের অধিকাংশই কিউবার নাগরিক। এরা এখন আশ্রয়কেন্দ্রে অপেক্ষমান রয়েছে। তারা এখানে থাকতে পারবে কিনা অভিবাসন কর্মকর্তারা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
 
বিগত ১৫ দিনে কলম্বিয়ায় ৭৫০ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়।

ট্যাগ: