banglanewspaper

ঢাকাঃ সরকারঘোষিত ছুটি, ঈদুল ফিতর ও অবকাশ শেষে দেশের সর্বোচ্চ আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে আজ মঙ্গলবার।
গত ১৭ জুন থেকে সুপ্রিম কোর্টের ছুটি ও অবকাশ শুরু হয়। এ সময়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জরুরি মামলা-সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য ২০টি অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা।
অবকাশকালীন ও ঈদুল ফিতরের ছুটির পর  বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অর্থ পাচার মামলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি হতে পারে বলে জানা গেছে। তারেক রহমান ও ব্যবসায়ী মামুনের অর্থ পাচার মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনা আপিল শুনানি শেষে এখন রায়ের জন্য হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে অপেক্ষমাণ রয়েছে।

 

 

ট্যাগ: