banglanewspaper

নিজস্ব প্রতিবেদক: নারীর টান ছিন্ন করে ঈদের লম্বা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। হাজারো মানুষের গ্রাম থেকে ঢাকায় আসার যাতায়াত মাধ্যম ট্রেন কিংবা বাস।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কুষ্টিয়ার বাস ও রেলষ্টেশনগুলোতে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড়। মা-মাটির গন্ধ ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে এসব মানুষ ট্রেনের ছাদে উঠের গন্তব্যে আসার অপ্রিয় যুদ্ধে মেতেছে। কুষ্টিয়ার পোড়াদাহ জংশন, জগতি রেলস্টেশন, কুষ্টিয়া কোর্ট স্টেশন, বড়বাজার স্টেশন, কুমারখালী, খোকসাতে হাজারো মানুষের ফেরার তৎপরতা লক্ষ করা গেছে।

তবে বিড়ম্বনায় পড়তে হচ্ছে নারী ও শিশুদের। এমনই একজন রেহেনা পারভীন জানান তার দুর্ভোগের কথা। তিনি বলেন, সেই সাত সকালে এসেছি। কিন্তু পুরুষদের সাথে পাল্লা দিয়ে আমি বাচ্চা-কাচ্চা নিয়ে এখনও ট্রেনে উঠতে পারিনি। ওদিকে বাসের টিকিটও মেলেনি।

 

ট্যাগ: