banglanewspaper

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার ব্যবসায়ী ও আয়করদাতাদের সাথে আয়কর বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহের একটি কমপ্লেক্স ভবনের মিলনায়তনে এ সভার আয়োজন করে খুলনা কর অফিস।

কর অঞ্চল খুলনা’র কুষ্টিয়া রেঞ্জ-৪ এর পরিদর্শী যুগ্ম কর কমিশনার মুকুল চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার ইকবাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্ট্রিজ এর সভাপতি মীর নাসির উদ্দিন, জেলা আয়কর আইনজীবি সমিতির সহ-সভাপতি অশোক কুমার দাস।

মতবিনিময় সভায় ঝিনাইদহের বিভিন্ন ব্যবসায়ী ও করদাতারা বক্তব্য প্রদাণ করেন।

সেসময় ব্যবসায়ী ও আয়করদাতাদের কর প্রদাণের বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রদানের প্রক্রিয়া বিষয়ে আলোচনা করা হয়।

ট্যাগ: