banglanewspaper

এস.এম.মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রকৃতির বিরূপ প্রভাব খাল-বিল অবৈধ দখল ঝোপঝাঁড় উজাড়, খাল-বিল জলশূন্যতার কারণে দেশের বিভিন্ন প্রজাতির মাছরাঙা হারিয়ে যাচ্ছে।

বাংলাদেশের গ্রামাঞ্চলের খাল-বিল ও নদী-নালায় এখনও যে প্রজাতির মাছরাঙা পাখিদের দেখা মেলে সেগুলো হচ্ছে- পাকড়া মাছরাঙা,  কমলা বা বাদামী মাছরাঙা, বুজ মাছরাঙা, ছোট মাছরাঙা, বুনো মাছরাঙা, লালচে মাছরাঙা, মাথা কালো মাছরাঙা, ফুটকি মাছরাঙা, গুরিয়াল মাছরাঙা ইত্যাদি। তবে এরা সংখ্যাতেও খুবই নগণ্য।

ঠাকুরগাঁও জেলায় পূর্বেকার সময়ে প্রচুর পরিমাণে মাছরাঙা দেখা গেলেও এখন তেমনভাবে চোখে পড়েনা। পাখিপ্রেমীরা জানান, এখন আর আগের মত মাছরাঙা চোখে পড়েনা। আগে পুকুরপাড়ে, খাল-বিলের ধারে, নদীর পারে মৎসশিকার অবস্থায় মাছরাঙা দেখা যেত। এখন সেরকম দৃশ্য চোখে পড়া স্বপ্ন পূরণের মতো।

ট্যাগ: