banglanewspaper

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। শহরের আয়োজন রেস্টুরেন্ট মিলনায়তনে নওগাঁ আয়কর বিভাগ এই মেলার আয়োজন করে।

মঙ্গলবার বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সাংসদ মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। উপ-কর কমিশন কার্যালয় সার্কেল-৩ এর সহকারী কর কমিশনার সুমন চন্দ্র কুন্ডু’র সভাপতিত্বে এসময় অধ্যক্ষ প্রফেসর এসএম জিল্লুর রহমান, কর আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. সরদার সালাহ উদ্দিন মিন্টু এবং উপ-কর কমিশন কার্যালয় সার্কেল-৫ এর সহকারী কর কমিশনার উৎপল হালদার বক্তব্য রাখেন।

এসময় সরকারী ও বেসরকারী কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, কর আইনজীবিবৃন্দ এবং কর বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলায় উপ-কর বিভাগের ৩টি সার্কেল অফিস, কর আইনজীবি সমিতি, সোনালী ব্যাংক, ই-টিআইএন, হেল্পডেস্কসহ প্রায় ১৪টি ষ্টল স্থাপন করা হয়েছে।

ট্যাগ: