banglanewspaper

ঝিনাইদহ প্রতিনিধিঃ 'উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর’  শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ৫ দিন ব্যাপী  আয়কর মেলা শুরু হয়েছে।

বুধবার সকালে শহরের মাওলানা ভাষানী সড়কে এ মেলার উদ্বোধন করা হয়।


খুলনা কর আপীল অঞ্চল এর যুগ্ম কর কমিশনার মু: মহিতুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রিজ এর সভাপতি মীর নাসির উদ্দিন, জেলা আয়কর আইনজীবি সমিতির সভাপতি খোন্দকার মাহবুবুল আলম, কাস্টমস এক্সাইজ ভ্যাট কর্মকর্তা রোকসানা খাতুন, আয়কর আইনজীবি সমিতির সহ-সভাপতি অশোক কুমার দাস।


বুধবার থেকে শুরু হওয়া এ মেলা আগামী ৫ নভেম্বর শেষ হবে। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আয়কর দাতাগণ আয়কর প্রদাণ করতে পারবেন।

এ মেলার মাধ্যমে সাধারণের মাঝে আয়কর বার্তা পৌছানো, করনেট সম্প্রসারণ ও কর প্রদাণ কার্যক্রম সহজ হবে বলে মনে করেন আয়োজকরা।
 

ট্যাগ: