banglanewspaper

ডেস্ক রিপোর্ট: উত্তর প্রদেশের এক সভায় বক্তব্য দিচ্ছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। হঠাৎ করেই বক্তব্য থামিয়ে মাথায় কাপড় দিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই কেন থেমে গেলেন তিনি? 

আসলে সে সময় আজান হচ্ছিল। মুসলিমদের প্রতি সম্মান জানিয়ে আজানের সময় বক্তব্য থামিয়ে মাথায় কাপড় দেন তিনি।

বক্তৃতায় ইন্দিরা গান্ধী সম্পর্কে সোনিয়া গান্ধী বলেন, দেশ ও জাতির উন্নয়নকে ঘিরেই সবচেয়ে বেশি চিন্তিত ছিলেন ইন্দিরা গান্ধী।  

কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও ওই সভায় উপস্থিত ছিলেন। উত্তর প্রদেশে প্রায় ৩০ ভাগ মানুষই মুসলমান। একটি বড় দলের সভানেত্রী হিসেবে সব ধর্মের মানুষের প্রতি সম্মান এবং ভালোবাসা প্রকাশ করলেন সোনিয়া।

ট্যাগ: