banglanewspaper

চলচিত্র শুরু আগে বাধ্যতামূলকভাবে চালাতেই হবে জাতীয় সঙ্গীত। এমনটাই নির্দেশ দিল ভারতের সুপ্রিম কোর্ট।

বুধবার এক নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছে সিনেমা হলে জাতীয় সঙ্গীত চালাতে হবে। সেইসঙ্গে স্ক্রিনে ফুটে উঠবে জাতীয় পতাকার ছবি এবং উপস্থিত সবাইকে উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে।

এদিন বিচারপতি বলেন, জাতীয় সঙ্গীত যখন হবে তখন সম্মান জানানো উচিৎ। এটা জাতীয়তাবাদ ও দেশাত্মবোধের প্রতীক। বিভিন্ন টিভি শো বা সিনেমায় জাতীয় সঙ্গীতের অপব্যবহার করা হচ্ছে এই অভিযোগে একটি মামলা হয়। সেই প্রসঙ্গেও শীর্ষ আদালত জানিয়েছে, বাণিজ্যিকভাবে ব্যবহার করা উচিৎ নয় জাতীয় সঙ্গীত। শ্যাম নারায়ণ চৌস্কি নামে ভোপালের এক ব্যক্তি ওই আবেদন জানিয়েছিলেন।

১৯৬০ সালেই সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক করা হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই নিয়ম হারিয়ে যায়। সিনেমা দেখার ধারণাটাই বদলে দেয় মাল্টিপ্লেক্স। ২০০৩-এ মহারাষ্ট্রে ফের এই নির্দেশিকা দেওয়া হয়।

ট্যাগ: