banglanewspaper

আদালত প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বন্ধ আছে সুপ্রিমকোর্ট।

সোমবার সকাল সাড়ে ১০টার পর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে বজলুর রহমানের জানাজা শেষে এ কথা জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

আজ সকাল ৯টায় বসার কথা ছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের। এছাড়া নির্ধারিত সময়ে বসেনি হাইকোর্ট বিভাগও।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। দুই সপ্তাহের শীতকালীন অবকাশ শেষে আজ বসার কথা ছিল সুপ্রিম কোর্ট।  

ট্যাগ: