banglanewspaper

ক্রীড়া ডেস্ক : হ্যামস্ট্রিংয়ের চোটে ব্রেন্ডন ম্যাককালামের এবারের আইপিএল শেষ হয়েছে। এবারের আসরে গুজরাট লায়ন্সের বাকি তিন ম্যাচে তিনি আর খেলতে পারবেন না।

গেল বৃহস্পতিবার দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন ম্যাককালাম। ফলে ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও অস্ট্রেলিয়ার এন্ড্রি টাই’র পর ইনজুরির কারণে গুজরাটের স্কোয়াড থেকে বাদ পড়লেন ম্যাককালামও। এতে বর্তমান স্কোয়াডে গুজরাটের বিদেশি খেলোয়াড় কোটা হলো- ডোয়াইন স্মিথ, অ্যারন ফিঞ্চ, জেমস ফকনার ও সংযুক্ত আরব আমিরাতের চিরাগ সুরি।

নিজের ইনজুরির ব্যাপারে টুইটারে ম্যাককালাম বলেন, ‘ইনজুরি খেলার একটি অংশ। টুর্নামেন্টের সূচী একদম ঠাসা ও লম্বা ভ্রমণ খুব বিরক্তিকর। কিন্তু ইনজুরিতে আর কোনো পথ খোলা থাকলো না।’

চলমান আসরে ১১ ম্যাচে ৩১৯ রান করেছেন ম্যাককালাম। সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন তিনি। গেল আসরেও ৩৫৪ রান করেছিলেন ম্যাককালাম। আর এখন পর্যন্ত ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে রয়েছেন গুজরাট।

ট্যাগ: