banglanewspaper

ডেস্ক রিপোর্ট: বন্যায় ক্ষতিগ্রস্ত নেত্রকোনার হাওরবাসীদের দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোনা পৌঁছেছেন। বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে হেলিকপ্টারযোগে তিনি খালিয়াজুড়ি ডিগ্রী কলেজ মাঠে জনসভায় পৌঁছান।

সেখানে পৌঁছার পর শেখ হাসিনা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও অন্যান্য দুঃস্থ জনগণের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।

প্রধানমন্ত্রী খালিয়াজুড়ি ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় ভাষণ দেবেন। পরে তিনি বন্যায় উপজেলার ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করবেন।

উপজেলার নগর ইউনিয়নের বল্লভপুর  গ্রাম পরিদর্শনের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে নেত্রকোনা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি দুপুর সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলার সর্বত্র নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে।

ট্যাগ: