banglanewspaper

সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ (মঙ্গলবার) বেলা ১১টার পর থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, লতিফুর রহমানের মৃত্যুতে আজ দুপুরের পর হাইকোর্ট বিভাগ আর বসছেন না।

উল্লেখ্য, সকালে রাজধানীর শমরিতা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান। নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

আজ (মঙ্গলবার) বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে লতিফুর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে।

ট্যাগ: