banglanewspaper

দায়িত্বরত অবস্থায় নিজ কার্যালয়ে হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল হক ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার সকাল ১০টায় কর্তব্যরত অবস্থায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বেলা পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উত্তরখান থানার এসআই আব্দুল মান্নান জানান, ১৯৬৫ সালে জন্ম শেখ সিরাজুল হকের বাড়ি ফরিদপুর জেলার আলফা ডাঙ্গায়। তিনি ১৯৮৪ সালে পুলিশ বাহিনীতে সাব-ইনস্পেক্টর হিসেবে যোগদান করেন।

ট্যাগ: