banglanewspaper

নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। এসময় উপজেলা প্রাথমিক অফিসের সামনে বকুল ফুলের চারা রোপণ করা হয়। 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনা পারভীন ও এটিওগণ এবং কর্মাচারীগণ বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন। 

প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, আপনাদের স্কুলের আঙ্গিনায় শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষ রোপণ করে সবুজে বনায়ন গড়ে তুলুন। প্রতিটি শিক্ষার্থী যেন কমপক্ষে একটি করে ফলদ বৃক্ষ রোপণ করে তার জন্য শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করবেন।

এরই ধারাবাহিকতায় খোকসা উপজেলার বহরমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগম তার বিদ্যালয়ের আঙ্গিনাতে স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে বকুল ফুলের চারা লাগিয়েছেন।

এসময় বহরমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক বলেন, গাছ আমাদের জীবন বাঁচাতে সাহায্য করে। আমাদের চার পাশে যে ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড রয়েছে তা গাছে শোষণ করে সুন্দর পরিবেশ উপহার দিতে সাহায্য করে। তাই তোমরা (শিক্ষার্থীরা) যেখানে ফাকা জায়গা পাবে সেখানে একটি করে ফলদ, বনজ, ঔষধি গাছ লাগাবে।

ট্যাগ: