banglanewspaper

ফাহিম মোনায়েম: ভাই যারা ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যম ব্যবহার করেন তাদের কাছে অনুরোধ। আপনারা আনন্দের ছবি ভ্রমনের ছবি আপলোড করেন তাতে সমস্যা হয়না কিন্তু কোন উপকারের কথা ভেবে, সমাজের অন্যায় কাজ হয়েছে তাদের ছবি প্রকাশ করেন। আর এই ছবি প্রকাশ করার ক্ষেত্রে কিছুটা নিয়ম মেনে চলা উচিত। সেই নিয়ম কি মানা হচ্ছে। আপনি অপরাধির ছবি দিতে পারেন, তার সাথে ভিক্টিম বা ভুক্তভোগীর কোন ছবি দেয়া যায় বা যায়না তা কি ভেবে দেখেছেন?

ভালো করতে গিয়ে আপনি বড় একটি ক্ষতি করছেন সে দিকে খেয়াল রাখছেন কি? প্রায়ই এই সমস্যা ধরা পরে। 

আনুরোধ : 
যে ছবি আপলোড করা যাবে না।
১. কোন নারী, শিশুর ছবি প্রকাশ করা যাবে না যদি দিতে হয় তা ঘোলাটে করে দিতে হবে যাতে চিনতে না পারে। 
২. কোন দুর্ঘটনার ক্ষতভিক্ষত ছবি দেয়া যাবে না। এছাড়াও আরো অনেক নিয়ম রয়েছে। 

উদাহরণ :
বগুড়ায় এক তরুণী ও তার মায়ের মাথা ন্যাড়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ফেসবুকে এটা সবারই করা উচিত, বিবেকবান মানুষেরা চুপ থাকতে পারেনা। 
কিন্তু আপনি প্রতিবাদ করতে গিয়ে সামাজিক মাধ্যমে তাদের সরাসরি ছবি দিয়ে কতটা ভুল করেছেন একবার কি তা ভেবে দেখেছেন? এই মেয়ে মা আমাদের কেউ হতে পারতো আপনি কি ছবি আপলোড করতে দিতেন?

তারা প্রতিটি পদে পদে বিপত্তির স্বীকার হবে তা কিভাবে আপনি মুছবেন। তাই এরকম ছবি না দিয়েও প্রতিবাদ করা যায়। সেই অনুরোধ করছি।

লেখক: 
ফাহিম মোনায়েম
স্টাফ রিপোর্টার
টিবিএন২৪

 

 

 

 

 

 

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। বাংলাদেশ নিউজ আওয়ার-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

ট্যাগ: