banglanewspaper

সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি এস.কে সিনহা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তাদের মধ্যে ষোড়শ সংশোধনী বাতিল রায়ের বিষয়ে আলোচনা হয়।

তবে ওবায়দুল কাদের বলেছেন, প্রধান বিচারপতি যে বঙ্গভবনে ছিলেন সেটা তিনি আগে জানতেন না। সোমবার দুপুরে কাদের বঙ্গভবনে গেলে সেখানে তার সঙ্গে দেখা হয় প্রধান বিচারপতির। তবে তাদের মধ্যে এদিন কোন কথা হয়নি।

সেতুমন্ত্রী বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়েরে অপ্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। শনিবার প্রধান বিচারপতির সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীকেও জানানো হয়েছে। আলোচনা চলছে, আলোচনা চলবে। আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করব না।

 

ট্যাগ: