banglanewspaper

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের মূল্যসূচক ও লেনদেন উভয়ই কমেছে।

ডিএসইর তথ্যমতে,আজ ৩৩১টি কো¤পানির ৩২ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ১৩৩ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।মোট লেনদেনের পরিমাণ ১১৫২ কোটি ৩৪ লাখ ৪২ হাজার ১৬১ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ১৬.২৮ পয়েন্ট কমে ৬১৫১.২১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৭.৩৫ পয়েন্ট বেড়ে ২২০৮.৭৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক (ডিএসইএস) ৩.৪৫ পয়েন্ট বেড়ে ১৩৭১.৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।লেনদেন হওয়া কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ১৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:লঙ্কাবাংলা ফাইন্যান্স,লার্ফাজ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা,সিএমসি কামাল, প্রিমিয়ার ব্যাংক,যমুনা অয়েল, সিটি ব্যাংক, ফরচুন সুজ, বেক্সিমকো লি: ও ন্যাশনাল ব্যাংক লি:।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:এস আলম কোল্ড রোল্ড, কোহিনুর কেমিক্যাল, প্যারামাউন্ট টেক্সটাইল, আইসিবি এএমসিএল ২য় মি. ফা.,আইসিবি, ফাইন ফুডস, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, প্রগতি ইন্সুরেন্স, ডেসকো লি: ও রিলায়েন্স ইন্সুরেন্স।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো: মেঘনা পিইটি, প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, মুন্নু সিরামিকস, স্ট্যান্ডার্ড সিরামিকস, দুলামিয়া কটন, মডার্ন ডাইং, জিলবাংলা সুগার, মেঘনা কন্ডেন্সড মিল্ক, আইএসএন লি: ও তাকাফুল ইন্সুরেন্স।

ট্যাগ: