banglanewspaper

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ভাটি বাংলার বাউল সাধক একুশে পদকপ্রাপ্ত বাউল শাহ আব্দুল করিমের ৮ম মৃত্যুবার্ষিকী আজ।

শুধু আধ্মাতিকতা নয়, সমাজ, রাষ্ট্র, অবহেলিত মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, প্রেম-বিরহ আর ভাটি বাংলার সুবিধা বঞ্চিত মানুষের কথা ফুটিয়ে তুলেছিলেন তার কাল জয়ী গানগুলোতে। গানের মাধ্যমে সহজ-সরল ভাষা আর হৃদয়কাড়া মায়াবী সুরে বাউল শাহ আব্দুল করিম স্থান করে নিয়েছেন হাজার হাজার মানুষের অন্তরে। তার সকল সৃষ্টিই হাওরাঞ্চলবাসীর কল্যাণে কাজ করছে এখনও। তিনি ছিলেন শোষকের বিরুদ্ধে প্রতিবাদী রুপ। প্রেম দিয়ে সকল অজেয়কে জয় করাই ছিল তার মূল লক্ষ্য।

১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামে সাধারণ এক কৃষক পরিবারে জন্ম গ্রহন করেন শাহ আব্দুল করিম। আর ২০০৯ সালে ১২ সেপ্টেম্বর মৃত্যু বরণ করেন তিনি।

বাউল শাহ আব্দুল করিমের ৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন সংগঠনের উদ্যোগে তার জন্মস্থান উজানধল গ্রামে তার নিজ বাড়িতে নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই বাউল শাহ আব্দুল করিমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও করিম গীতির আয়োজন করা হয়েছে। এছাড়াও স্থানীয় শিল্পীগণ সংগীত পরিবেশন করবেন।

ট্যাগ: