banglanewspaper

কয়েক বছর আগের কথা। একটি বাঁদর নিজের সেলফি তুলে সারা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছিল। এবার সেই তালিকায় নাম লেখাল একটি কাঠবিড়ালি। সম্প্রতি পশ্চিম রাশিয়ার ভরনেঝ অঞ্চলে এমনই অদ্ভুত এক ঘটনা ঘটেছে। সেখানে ডিজিটাল ক্যামেরায় ছবি তুলতে দেখা গিয়েছে একটি কাঠবিড়ালিকে।

রাশিয়ান ফোটোগ্রাফার ভলাদিম ত্রুনভ একটি জঙ্গলের মধ্যে ক্যামেরা স্ট্যান্ড করে পশুপাখিদের ছবি তোলার চেষ্টা করছিলেন। কিন্তু তাঁকে দেখে কেউই কাছে ঘেঁষতে চাইছিলেন না। সেজন্য তিনি স্ট্যান্ডে ক্যামেরাটি রেখে একটু দূরে আড়ালে চলে যান। ব্যস, এই সুযোগেরই সম্ভবত অপেক্ষায় ছিল একটি কাঠবিড়ালি। সে ক্যামেরার পিছনে দাঁড়িয়ে পরপর বোতাম টিপে তার পাখিবন্ধুদের ছবি তুলে নেয়।

সোশ্যাল মিডিয়ায় কাঠবিড়ালির ছবি তোলার দৃশ্যটি দারুণ সাড়া ফেলেছে।

ট্যাগ: