banglanewspaper

অনলাইন ডেস্ক: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা তাঁর নিজ বাসভবনে আছেন। তাঁর বিষয়ে সর্বোচ্চ আদালত সচেতন। তিনি কারো সঙ্গে দেখা করবেন, নাকি করবেন না সেটা তাঁর ব্যক্তিগত বিষয়।

বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অবস্থান জানতে আপিল বিভাগে আবেদন করলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তাদেরকে এ তথ্য জানান।

আদালতে শুনানিকালে আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, আমরা গিয়েছিলাম (প্রধান বিচারপতি এস কে সিনহার বাসায়)। সিকিউরিটি বলেছে- (নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত) উনি সুস্থ আছেন।

আইনজীবী সমিতির নেতারা প্রধান বিচারপতির সম্পর্কে কোর্ট থেকে আনুষ্ঠানিক বক্তব্য চান। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান আপিল বিভাগের অন্য বিচারপতিদের সঙ্গে আলোচনা করে পরে জানানো হবে।  

এসময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিচার কার্য পরিচালনায় আইনজীবী সমিতির সহযোগিতা কামনা করেন।

ট্যাগ: