banglanewspaper

ডেস্ক রিপোর্ট: সস্ত্রীক অষ্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। ভিসার আবেদন ও বায়োমেট্টিক প্রক্রিয়া সম্পন্নের পরই তাদেরকে তিন বছরের ভিসা দেয় অষ্ট্রেলিয়া দূতাবাস। 

রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ৫ অক্টোবর অস্ট্রেলিয়ার ভিসা সেন্টারে গিয়ে ভিসার আবেদন করেন প্রধান বিচারপতি ও তার স্ত্রী সুষমা সিনহা।

প্রধান বিচারপতির বড় মেয়ে সূচনা সিনহা দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। এর আগেও তিনি সেখানে বহুবার গিয়েছেন। এছাড়া তার আরেক মেয়ে কানাডায় বসবাস করেন।

এদিকে শনিবার প্রধান বিচারপতির বাসভবনে যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. সজল কৃঞ্চ ব্যানার্জি। তিনি সুষমা সিনহার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। 

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) অবর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা। গত মঙ্গলবার থেকে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

ট্যাগ: