banglanewspaper

সুনামগঞ্জ  প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জ্যেষ্ঠ ও প্রবীণ সাংবাদিক মরহুম আনোয়ার পাশা চৌধুরী’র পুত্র হায়াতুল ইসলাম চৌধুরী তন্ময় তেঁতুলিয়া থেকে টেকনাফের শাহপরীর দ্বীপে পৌঁছেছেন সাইকেলে।

গত ২ অক্টোবর (সোমবার) দিনাজপুরের বাংলা বান্ধা জিরো পয়েন্ট তেঁতুলিয়া থেকে দিনাজপুর, নাটোর, ফরিদপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার হয়ে ১৮টি জেলার উপর দিয়ে সাইকেল চালিয়ে ১০ অক্টোবর শেষ বিকেলে টেকনাফ শাহপরীর দ্বীপে পৌঁছেন।

তন্ময় জানান, পরিবেশ বান্ধব বাহন সাইকেলে একজন মানুষ একা একাই ১ হাজার কিলোমিটার পথ চালিয়ে যেতে পারে কি-না এটা প্রমান করতেই তার এই যাত্রা শুরু হয়েছিল। ‘বাইকভেঞ্চারর সিলেট’ নামে একটি প্রতিষ্ঠানের (সাইকেল শপ) স্পন্সরে তার এই দীর্ঘ পথ চলা শুরু। তিনি সিলেট লিডিং ইউনিভার্সিটি থেকে এল.এল.বি অনার্স শেষ করেছেন। এর পূর্বে তন্ময় চৌধুরী ‘সাস্ট সাইক্লিং রেস-২০১৫ সালে সিলেটে সাইকেল চালিয়ে চ্যাম্পিয়ান হন। তার এই পথ চলায় সবার কাছে তিনি দোয়া চেয়েছেন।

ট্যাগ: