banglanewspaper

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে ফের রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এসময় শিশুসহ আট রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে ১৫-২০ জন।

সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপে পশ্চিমপাড়া সমুদ্র উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে পালিয়ে আসা অন্তত ৬৫ জন রোহিঙ্গাবাহী একটি নৌকা ভোরে সাগরে ডুবে যায়। নৌকাডুবির এ ঘটনায় এখন পর্যন্ত আট মরদেহ এবং ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গেলো ২৯ আগস্ট থেকে ১৬ অক্টোবর পর্যন্ত নাফ নদী ও সগরে রোহিঙ্গাবাহী ২৬টি নৌকাডুবির ঘটনায় ১৭৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৭৬ জন রোহিঙ্গা। রোহিঙ্গাদের মরদেহের মধ্যে ৯০ জন শিশু, ৫৭ জন নারী ও ২৯ জন পুরুষ।

ট্যাগ: