banglanewspaper

বিনোদন ডেস্ক: হলিউড অভিনেত্রী এলিসা মিলানোর #MeToo অভিযানে সাড়া দিয়ে নানা দেশের নারীরা নিজেদের সঙ্গে ঘটে যাওয়া যৌন নিপীড়নের কথা প্রকাশ্যে আনছেন। এবার এই অভিযানের অংশ হিসেবে নিজের কথা প্রকাশ্যে আনলেন কমেডিয়ান অভিনেত্রী মল্লিকা দুয়া। তিনি একটি বিজ্ঞাপনে টিন্ডার আন্টির ভূমিকাতে আবারো এসেছেন খবরের শিরোনামে।

উল্লেখ্য, এলিসার #MeToo- তে এখন পর্যন্ত ২৭ হাজারেরও বেশি টুইটে নিজেদের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন বিব্রতকর অভিজ্ঞতা শেয়ার হয়েছে। কমেডিয়ান মল্লিকা দুয়া তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জানান, ৭ বছর বয়সে তিনিও যৌন অত্যাচারের শিকার হয়েছিলেন।

তিনি বলেন, আমি নিজের গাড়িতে বসেছিলাম। আমার মা গাড়ি চালাচ্ছিলেন, পরিচিত এক আঙ্কেল আমার সঙ্গে পেছনের সিটে বসেছিলেন। আর সারা রাস্তা তার হাত আমার স্কার্টে ছিল। মল্লিকা দুয়ার ভাষ্যে, আমি মাত্র ৭ বছরের ছিলাম এবং আমার বোন ১১ বছরের। সেই ব্যক্তির একটা হাত আমার স্কার্টের ভিতরে আর একটা হাত বোনের পিঠে ছিল।
তিনি আরও জানান, অবশ্য আমার বাবা সে সময় অন্য গাড়িতে ছিলেন। কিন্তু, তাকে হাতেনাতে ধরে বেধড়ক পিটিয়েছিলেন।

ট্যাগ: