banglanewspaper

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট: আইনশৃঙ্খলা রক্ষা, আসামি তামিল, মাদক উদ্ধার ও সেবা দানে রংপুর রেঞ্জের চারটি বিষয়ে আবারও সেরা হিসেবে পুরুস্কৃত হয়েছেন লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হকসহ তিন কর্মকর্তা।

বুধবার দুপুরে রংপুর রেঞ্জের বিভাগীয় মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক, বিপিএম, পিপিএম নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সেরাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

৫ম বারের মত রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হক, ট্রাফিক বিভাগে দশম বারের মত শ্রেষ্ঠ লালমনিরহাট ট্রাফিক পরিদর্শক তরিকুল ইসলাম তারিক, শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার ও শ্রেষ্ঠ উপ পরিদর্শক হিসেবে একাই দুইটি বিষয়ে শ্রেষ্ঠ কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) নুরুল হক নির্বাচিত হয়ে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি অপরাধ ও অভিযান চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম (বার), রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক প্রমুখ।

ট্যাগ: