banglanewspaper

ওমর ফারুক, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে। গত বুধবার জেলা পর্যায়ের এ প্রতিযোগীতা শুরু হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার (১৯অক্টোবর) বিকেলে স্থানীয় রাজারমাঠে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, জেলা ড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মো: মাকসুদ চৌধুরী, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আলী হোসেন উপস্থিত ছিলেন।

ফাইনালে রাজবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় দলের মেয়েরা ১-০ গোলে লামা ডলু সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যামিপয়ন হয়েছে। অপর ম্যাচে ট্রাইব্রেকারে বালাঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় দলের ছেলেরা ৩-২ গোলে বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলায় সেরা গোলদাতা হলেন বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়ার রমজান। টূর্নামেন্টে জেলার সাত উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা শিক্ষার্থীরা ১৪টি দল পৃথকভাবে এ টূর্ণামেন্টে অংশ নেয়।

ট্যাগ: