banglanewspaper

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলি জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনের উপাসনালয়ে বৃহস্পতিবার প্রদীপ জ্বালিয়ে ক্যাম্পাসকে আলোকসজ্জায় সজ্জিত করে তোলা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় কুমার, অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনসহ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রীতি অনুযায়ী, কালীপূজা উপলক্ষে মা কালীকে স্মরণ করে সনাতন ধর্মাবলম্বীরা দীপাবলি অনুষ্ঠান পালন করে থাকে। 

এদিকে, দীপাবলি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের উপাসনালয়ের সামনে, কেন্দ্রীয় মিলনায়তনের বিভিন্ন প্রবেশ পথে এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের চারপাশে শত শত প্রদীপ জ্বালিয়ে ক্যাম্পাসকে আলোকসজ্জায় সজ্জিত করে তোলে তারা।

ট্যাগ: