banglanewspaper

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : নিম্নচাপের প্রভাবে অবিরাম বর্ষণে কচাঁ ও বলেশ্বর নদের পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় ইন্দুরকানীর নদী তীরবর্তী ২০ গ্রাম প্লাবিত হয়েছে। গাছ পড়ে বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় ২ দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

টগড়া ফেরীঘাট, কলারণ ফেরীঘাট ডুবে যাওয়ায় যানবাহন উঠা নামায় ব্যাঘাত ঘটছে। উপজেলার অধিকাংশ গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় যাতায়াত সমাস্যা সৃষ্টি হয়েছে। প্রায় শতাধিক মাছের ঘের ডুবে যাওয়ায় মাছ চাষীরা ক্ষতির সম্মুখিন হয়েছে। এছাড়া অধিকাংশ গ্রাম ডুবে যাওয়ায় কাচা ঘর বাড়ি পানিতে ডুবে গেছে।

শনিবার জোয়ারে পানিতে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও সড়ক ডুবে যাওয়ায় ১১টার মধ্যে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দিয়ে দেয়া হয়েছে। উপজেলার বিভিন্ন আমন ক্ষেত ও রবি শস্য ডুবে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, নিম্নচাপের প্রভাবে এ উপজেলায় নিম্নাঞ্চাল প্লাবিত হয়েছে। গ্রামীন সড়কের অনেক ক্ষতি হয়েছে।

ট্যাগ: