banglanewspaper

টাঙ্গাইল প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেন, আগামী এপ্রিল মাসের মধ্যেই দেশে ফোর জি চালু হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দেলদুয়ার ও নাগরপুর উপজেলায় প্রেসক্লাবের ভবন নির্মাণের জন্য অতিসত্ত্বর জায়গা বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অপু তালুকদার শিপলুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। 

এছাড়াও উপস্থিত ছিলেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম খান, আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া (বড় মনির), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. শিবলী সাদিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম. আনিছুর রহমান।

ট্যাগ: