banglanewspaper

খোকসা প্রতিনিধি: কুষ্টিয়া-রাজবাড়ি সড়ক সংস্কারে ২ বছর হতে না হতেই মরণফাঁদে পরিণত হয়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন ঢাকাসহ বিভিন্ন রুটে শতশত যানবাহন চলাচল করে। সড়কটির বেশির ভাগ জায়গায় গর্ত হয়ে পাথর উঠে ছড়িয়ে-ছিটিয়ে আছে। অথচ এই সড়কটিই ১ বছর আগে অর্ধকোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছিল।

দীর্ঘদিন ধরে বেহাল এই সড়কটি পূণ:সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করছেনা কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগ। এতে করে এই সড়কটিতে ক্রমেই বাড়ছে দূঘর্টনা। অকালে ঝড়ছে মানুষের জীবন। সম্প্রতি কুমারখালীর কিছু অংশে মেরামত করা হলেও তার অবস্থাও পূর্বের মত হয়ে গেছে। রাজধানী ঢাকা যেতে দক্ষিণাঞ্চলের মানুষের শর্টকার্ট রাস্তা হওয়ায় এই সড়ক দিয়ে হাজারো মানুষ যাতায়াত করে। এই সড়কের কুমারখালীর কাজীপাড়া, জিলাপীতলা, বাটিকামারাসহ খোকসা উপজেলার পুরোটা জুড়েই রয়েছে হাজারো খানাখন্দ ও গর্ত।

কুমারখালীর ট্রাক ড্রাইভার মকলেছুর রহমান জানান, ‘এই সড়ক দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এতে সড়ক দুর্ঘটনাসহ যানবাহন ক্ষতিগ্রস্থ হচ্ছে। যানবাহন চলাচল ধীরগতির হওয়ায় দ্বিগুণ সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে।

ট্যাগ: