banglanewspaper

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, লতিফ সিদ্দিকীকে নিয়ে এ ধরনের  সিদ্ধান্ত আসবে সে সম্পর্কে আমরা নিশ্চিত ছিলাম। আমরা জানি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। তিনি তাই করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় গুলশান-বনানী পুজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের‌ একথা বলেন সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেন, লতিফ সিদ্দিকী যে ধরনের বক্তব্য দিয়েছেন তা নেক্কারজনক। এটি শুধু ইসলাম ধর্মের জন্য অবমাননাকর নয়, সব ধর্মের জন্য একইভাবে প্রযোজ্য।

বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা দেশের বাইরে থেকে এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, যা নজিরবিহীন। এর আগে এমন ঘটনা ঘটতে দেখা যায়নি।

গত রোববার নিউইয়র্কে স্থানীয় টাঙ্গাইল সমিতির এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী।’

লতিফ সিদ্দিকীর ওই বক্তব্যের ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ট্যাগ: