banglanewspaper

রবিবাসরীয় যুবভারতীতে উদ্বোধনের আগে আইএসএল-এ নাম লেখালেন হৃত্বিক রোশন৷ সালমান খানের সঙ্গে এফসি পুণে সিটি-তে কো-ওনার হিসেবে যোগ দিলেন বলিউডের এই সুপারস্টার৷

জন আব্রাহাম, রণবীর কাপুর, অভিষেক বচ্চন ও সালমান খানের পর ইন্ডিয়ান সুপার লিগে যোগ দিলেন হৃত্বিক।

ফ্র্যাঞ্চাইজি মালিক রাজেশ ওয়াধন বৃহস্পতিবার হৃত্বিকের যোগ দেওয়ার কথা জানান৷ আইএসএল-র সঙ্গে যুক্ত হতে পেরে খুশি হৃত্বিক৷ তিনি জানান, \'ভারতের প্রথম পেশাদার ফুটবল লিগ আইএসএল-এর সঙ্গে যুক্ত হতে পেরে ভীষণ খুশি৷ এই টুর্নামেন্ট ভারতীয় ফুটবলে নতুন প্রতিভা তুলে আনবে৷ আশাকরি, আমার সঙ্গে এফসি পুণের গাঁটছড়া কাজে আসবে৷\'

ট্যাগ: