banglanewspaper

সিলেট প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার ২০১৭ সালের সর্বোচ্চ করদাতার পুরস্কার পেলেন দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হক।

কর অঞ্চল সিলেটের কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে অতিরিক্ত কর কমিশনার তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সিলেট আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সাতদিন ব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড.মোছাম্মৎ নাজমানারা খানম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. গোলাম কিবরিয়া, সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ’র সভাপতি খন্দকার শিপার আহমদ, সিলেট মেট্টোপলিটন চেম্বারের সভাপতি হাছিন আহমদ প্রমুখ।

আলোচনা সভা শেষে জিয়াউল হকসহ  ২০১৭ সালে সিলেট কর অঞ্চলের সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদী ৩৫ জন করদাতার হাতে প্রধান অতিথি হিসাবে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন সিলেট বিভাগীয় কমিশনার ড.মোছাম্মৎ নাজমানারা খানুম ও অতিথিবৃন্দ।

ট্যাগ: