banglanewspaper

কুমিল্লা প্রদিনিধি : কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রবাসী আওয়ামী যুব কল্যাণ পরিষদ গঠন করা হয়েছে। বহিঃবিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সংগঠন প্রবাসী আওয়ামী যুব কল্যাণ পরিষদ।

একতা, শান্তি, উন্নয়ন এই তিনটি বিষয়কে মুলনীতি হিসাবে এগিয়ে চলছে বুড়িচং উপজেলা প্রবাসী আওয়ামী যুব কল্যাণ পরিষদ। আর এ লক্ষ্যে সম্প্রতি বহিঃবিশ্বের সকল আওয়ামী সমর্থিত প্রবাসীদের মিলন মেলার ভূমিকায় অবতীর্ণ হচ্ছে বুড়িচং উপজেলা প্রবাসী আওয়ামী যুব কল্যাণ পরিষদ।

১২ সদস্যে বিশিষ্ট নব গঠিত বুড়িচং উপজেলা প্রবাসী আওয়ামী যুব কল্যাণ পরিষদের কর্মকর্তারা হলেন মোঃ সালাহ উদ্দিন টিপু- আহবায়ক, রাশেদ আহমেদ- সিনিয়র যুগ্ন আহবায়ক, মোঃ নেয়ামাতুল হোসেন (জাকির)- যুগ্ন আহবায়ক, মোঃ জসিম উদ্দিন- যুগ্ন আহবায়ক, মোঃ বেলাল হোসেন- সদস্য সচিব, মিজানুর রহমান- যুগ্ন সদস্য সচিব, জামাল উদ্দিন- প্রতিষ্ঠাতা সদস্য, আবুল কালাম আজাদ- প্রতিষ্ঠাতা সদস্য, মোঃ গিয়াস উদ্দিন- প্রতিষ্ঠাতা সদস্য, জহিরুল ইসলাম- প্রতিষ্ঠাতা সদস্য, আবু ইবনে সাইদ- প্রতিষ্ঠাতা সদস্য, হেলাল উদ্দিন- প্রতিষ্ঠাতা সদস্য।

ট্যাগ: