banglanewspaper

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ৪৪০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মালয়েশিয়ার বিনতাং জালান আলো এলাকায় চালানো কয়েকটি অভিযানে এই ধরপাকড় চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ইমিগ্রেশন পুলিশ প্রধান দাতুক শ্রী মুস্তাফার আলি।

মুস্তাফার আলি বলেন, আটকৃতদের অনেকেরই ভিসা নেই। এমনকি বৈধ ভ্রমণের কাগজও নেই। আটককৃতরা কাজ করতে আসার কথা অস্বীকার করে নিজেদের পর্যটক বলেও দাবি করেছেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

তিনি বলেন, আটককৃত ব্যক্তিরা ওই এলাকায় অবৈধভাবে থাকার পাশাপাশি কাজও করছিলেন। ওই সমস্ত মালয়েশিয়ান দোকান মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই অভিযানে মোট নয়শ ১৫ জন অভিবাসীকে যাচাই-বাছাই শেষে ৪৪০ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, ভারত, ওমানসহ বেশ কয়েকটি দেশের নাগরিক রয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫/৬৩ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

তবে ঠিক কতো জন বাংলাদেশীকে এই অভিযানে আটক করা হয়েছে সেটা নিশ্চিত করতে পারেননি মুস্তাফার। আটককৃতদের মধ্যে তিনশ ৮৯ জন পুরুষ, ৪৭ জন নারী ও চার জন শিশু রয়েছে।

ট্যাগ: