banglanewspaper

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট দূর করতে শিগগির সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। 

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহে পিইসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এ বিষয়টি জানান তিনি। এসময় তিনি সরকার পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা হবে বলেও জানান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার জানান, 'শিক্ষকের যে সংকট ছিল সেটি পূরণের জন্য পুল এবং প্যানেল থেকে প্রায় ৪২ হাজার শিক্ষককে আমরা ইতিমধ্যেই নিয়োগ দিয়েছি। আর সামনে যে ১২ থেকে ১৪ হাজার পদ খালি আছে সেটির হিসেব করে নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত ছাড়বো।' 

ট্যাগ: banglanewspaper bdnewshour24 নিয়োগ বিজ্ঞপ্তি