banglanewspaper

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি অনুষদের ডিন নির্বাচন আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিএনপিপন্থী শিক্ষকদের সাদা দল ও আওয়ামী সমর্থিত নীল দল অংশ নেবে। আর এ নির্বাচন ওইদিন বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। 

এ নির্বাচনে ডিন প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের সময়সীমা শেষ হয়েছে। ২৯ অক্টোবরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ।

ট্যাগ: