banglanewspaper

মজিবুর রহমান, কেন্দুয়া: নেত্রকোণার জেলা বিএনপির প্রাথমিক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউপির সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান ভুঁইয়া মজনুর কারামুক্তি পাওয়া তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ড. রফিকুল ইসলাম হিলালীসহ দলের নেতাকর্মীরা। 

রোববার বিকালে সাজাপ্রাপ্ত এক মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর জেলা কারাগার সামনে দলের এই ত্যাগী নেতাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান হিলালী।

এসময় কেন্দুয়া উপজেলা বিএনপি নেতা সৈয়দ মাহমুদুল হক ফারুখ, মাজহারুল ইসলাম, ছাত্রদল নেতা আতাউল হক মিন্টু, সাইফুল ইসলাম, দিনার, তোফায়েল, আলী, শিবলী, আবুল হোসেনসহ শতাধিক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: Banglanewspaper বিএনপি নেত্রকোণা