banglanewspaper

মহান বিজয় দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। বিজয় দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বর র‌্যালি করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির কথা জানান। এর আগে দলের শীর্ষ নেতাদের নিয়ে নয়াপল্টন কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়।

১০ দিনব্যাপী এ কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, একই দিনে তিনি শহীদ জিয়ার মাজারে পুষ্পমাল্য অর্পণ ও সুরা ফাতেহা পাঠ করবেন। এদিন কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা-উপজেলায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

১৭ ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিজয় শোভাযাত্রা হবে।  

১৯ ডিসেম্বর ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিএনপির আলোচনা সভা।

২৪ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রমনায় ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’ অনুষ্ঠিত হবে। সেখানে দলের চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন বলেও জানান বিএনপির মহাসচিব।

এ ছাড়া ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী উপলক্ষে ১৩ ডিসেম্বর মহানগর নাট্যমঞ্চে বিএনপির আলোচনা সভা, ১৪ ডিসেম্বর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সব মহানগর, জেলা ও উপজেলায় কালো পতাকা উত্তোলন, শহীদ বুদ্ধিজীবীদের কবরে পুষ্পমাল্য অর্পণ করবে দলটি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ।

ট্যাগ: Banglanewspaper বিজয় দিবস বিএনপি কর্মসূচি সংবাদ সম্মেলন মির্জা ফখরুল ইসলাম আলমগীর