banglanewspaper

অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ এনে চতুর্থ প্রজন্মের বেসরকারি খাতের এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (০৬ ডিসেম্বর) এ সংক্রান্ত চিঠি এনআরবি কমার্শিয়াল ব্যাংকের সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

আগামী দুই বছর কোনো ধরনের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে তার যোগ দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গভর্নর ফজলে কবিরের এই নির্দেশ বুধবার সকালে এনআরবি কমার্শিয়াল ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা।

অপসারণের কারণ হি‌সে‌বে চি‌ঠি‌তে বলা হ‌য়ে‌ছে, পর্ষদ সদস্য‌দের অ‌নৈ‌তিকভা‌বে সু‌বিধা প্রদানের প্রমাণ পাওয়া গে‌ছে। এছাড়াও ঋণ বি‌তর‌ণে অ‌নিয়ম ক‌রে‌ছে। আর এসব কার‌ণে এম‌ডি‌কে অপসারণ করা হ‌য়ে‌ছে। আগামী দুই বছর দেওয়ান মুজিবর রহমান কো‌নো আর্থিক কমর্কা‌ণ্ডে অংশগ্রহণ কর‌তে পার‌বেন না ব‌লেও চি‌ঠি‌তে বলা হ‌য়ে‌ছে।

ট্যাগ: Banglanewspaper অ‌নিয়ম এনআরবি কমার্শিয়াল ব্যাংক এমডি