banglanewspaper

হুমায়ুন কবির: খোকসা পৌরসভার শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে । আজ সকালে  পৌর মিলনায়তনে সকাল ১১ টায় এ সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক বলেন, আমাদের সীমিত সম্পদের মধ্যেও পৌরবাসীর সকল নাগরিক সমস্যা সমাধানের সচেষ্ট রয়েছে পৌর কর্তৃপক্ষ।

শহর সমন্বয় কমিটির সকল সদস্য ও পৌরবাসীর প্রাণবন্ত অংশগ্রহণে টিএলসিসি’র সভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিক তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে তার সমাধান দেন পৌর মেয়র তারিকুল ইসলাম।

নাগরিকদের মধ্যে পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম পৌরবাসীর বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর হাসেম আলী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম হোসেন ও পৌরবাসীর পক্ষে ২নং ওয়ার্ডের বাসিন্দা আমিরুল ইসলাম।

সভায় পৌরসভার সকল কাউন্সিলর সকল কর্মকর্তা ও কর্মাচারীগণ উপস্থিত ছিলেন। 

খোকসা পৌর ভবনের টেন্ডার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সরকারের অনুমোদনের পরই তা উদ্বোধন হবে বলে টিএলসিসি’র সভায় পৌর মেয়র উপস্থিত সবাইকে নিশ্চিত করেন।

পরে উপস্থিত সবাইকে পৌরসভার সকল উন্নয়ন কাজে সহযোগিতা করার আহবান জানিয়ে সভা শেষ করেন।

ট্যাগ: banglanewspaper খোকসা পৌরসভা টিএলসিসি নাগরিক সমস্যা মেয়র তারিক