banglanewspaper

দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ইতালিতে ২ বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত বুধবার ইতালির সারদেনিয়ার আলঘেরোতে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে একজনের বয়স ২৯ অপর বাংলাদেশির বয়স ৩৯ বছর বলে গণমাধ্যমে বলা হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, দুই বাংলাদেশি কাজ শেষে মালিকের গাড়িতে বাসায় ফিরছিলেন। দেশটির সারদেনিয়া এলাকার সেল্লা ও মসকা প্রবেশ পথের অদূরে ওপর একটি গাড়ির সঙ্গে ওই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

এ ব্যাপারে তদন্ত চলছে, কিভাবে তারা দুর্ঘটনায় পতিত হল। 

ট্যাগ: Banglanewspaper ইতালি সড়ক দুর্ঘটনা বাংলাদেশি নিহত