banglanewspaper

পুত্রবধূ শামারুপ মাহজাবিন কনা (২৬) নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানকে গ্রেফতার করা হতে পারে।

ধানমণ্ডি থানার ওসি আবু বকর সিদ্দীক এ তথ্যটি নিশ্চিত করেছেন। জানা গেছে, রাজধানীর ধানমণ্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসায় বসবাস করেন আওয়ামী লীগ দলীয় সাবেক এ সংসদ সদস্য।

ওসি জানান, আদালতের নিদের্শনা পেলেই তাকে গ্রেফতার করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার পৌনে ৪ টার দিকে ধানমণ্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসায় কনা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে খান টিপু সুলতানের পরিবার থেকে জানানো হয়।

কিন্তু কনার বাবা প্রকৌশলী নুরুল ইসলাম এ ঘটনা  অস্বীকার করে ধানমণ্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলার প্রধান আসামি কনার স্বামী হুমায়ুন সুলতানকে গ্রেফতার করেছে ধানমণ্ডি থানা পুলিশ। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আগামী রোববার তার (হুমায়ুন সুলতান) রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে বলেও জানান ওসি আবু বকর সিদ্দীক।

ট্যাগ: