banglanewspaper

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় জিজ্ঞাসা ও উত্তর নিম্নে দেওয়া হল । সেই সাথে প্রতিটি কলেজে আসন সংখ্যা সংক্রান্ত তথ্য নিম্নরুপ।

প্রশ্ন : ঢাবির অধিভুক্ত সাতটি কলেজে ভর্তি পরীক্ষার আবেদন কবে হতে শুরু হবে?
– উওর :১৬/১০/১৭ হতে যা চলবে ১৪/১১/১৭ পর্যন্ত।

প্রশ্ন : সাতটি কলেজে পরিক্ষা দেয়ার জন্য জিপিএ কত লাগবে?

উত্তর : বিজ্ঞান,ব্যাবসায় শিক্ষা এবং মানবিক হতে যথাক্রমে ৭.০,৬.৫ এবং ৬.০ (৪র্থ বিষয়সহ) লাগবে।

প্রশ্ন : ভর্তি পরিক্ষার আবেদন ফি কত টাকা?
উত্তর : ৪০০টাকা।

প্রশ্ন : ভর্তি পরিক্ষায় কয়টি ইউনিট থাকবে।
উত্তর : ৩টি ক,খ এবং গ ইউনিট।

প্রশ্ন : সাতটি কলেজে কি আলাদা আলাদা ভর্তি পরিক্ষা হবে এবং প্রত্যেক জন কয়টি কলেজে আবেদন করতে পারবে?
উত্তর : আলাদা আলাদা পরীক্ষা হবে না ,এবং যেকোনো ১ টি আবেদন করতে পারবেন ।

প্রশ্ন : ভর্তি পরীক্ষার জন্য কি রকম প্রস্তুতি নেব।
উওর : ঢাবির প্রশ্ন প্যাটার্নে পরিক্ষা হওয়ার সম্ভাবনা খুবই বেশি।এজন্য আলাদা প্রস্তুতি নিতে হবে না।ঢাবিতে পরিক্ষা দেবার জন্য যে ধরনের প্রস্তুতি নিচ্ছেন সেটাতেই চলবে।

প্রশ্ন: সেকেন্ড টাইম থাকবে কিনা?
উওর: সেকেন্ড টাইম নেই।

প্রশ্ন : ভর্তি পরীক্ষা কত নম্বর এর হবে এবং পাশ নম্বর কত?
উওর: ভর্তি পরিক্ষা ১২০ নম্বরের হবে এবং পাশ নম্বর ৪৮ অর্থাৎ ৪০% মার্ক পেতে হবে পাশ করতে।

প্রশ্ন : ভর্তি পরিক্ষা কবে অনুষ্ঠিত হবে?#উত্তর : ০১/১২/১৭ শুক্রবার কলা ও সমাজবিজ্ঞান ইউনিট,
০২/১২/১৭ শনিবার বানিজ্য ইউনিট
এবং
০৮/১২/১৭ শুক্রবার বিজ্ঞান ইউনিটের পরিক্ষা অনুষ্ঠিত হবে।

প্রশ্ন : ভর্তি পরিক্ষা কত মিনিট এর হবে?

উত্তর : ৬০মিনিট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের বিভিন্ন বিভাগের মোট আসন সংখ্যা –
১।ঢাকা কলেজ – বিষয় : ১৯ – আসন সংখ্যা :-৩৫১৫
২।তিতুমীর কলেজ- বিষয় : ২২ – আসন সংখ্যা :-৫৬৮০
৩।ইডেন কলেজ- বিষয় : ২২ – আসন সংখ্যা :-৪৬৮৫
৪। বদরুন্নেসা মহিলা কলেজ- বিষয় : ২০- আসন সংখ্যা : ১৩৯৫
৫।বাঙলা কলেজ – বিষয়: ১৮ – আসন সংখ্যা- ২৩৬০
৬। কবি নজরুল কলেজ – বিষয় : ১৭ – আসন সংখ্যা : ১৮২০
৭।সোহরাওয়ার্দী কলেজ- বিষয় : ১৭-আসন সংখ্যা : ১৫৭০
বিঃদ্র – ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ থেকে আসন সংখ্যা আরো কমাবে।

ট্যাগ: banglanewspaper ঢাবি অধিভূক্ত সাত কলেজ ভর্তি