banglanewspaper

ইন্দুরকানী  (পিরোজপুর) প্রতিনিধি: ইন্দুরকানীর ৬ মাদকসেবী আত্মসমর্পণ করায় তাদেরকে পুর্ণঃবাসনে সহায়তা করলেন পুলিশ। বুধবার পিরোজপুর সরকারি বালক বিদ্যালয় মাঠে পিরোজপুরের পুলিশ সুপার সালাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম।

এসময় ইন্দুরকানী থানার বালিপাড়া গ্রামের মাদকসেবী মোঃ শহিদুল ইসলামকে একটি চায়ের দোকানের সরঞ্জাম, মোঃ খোকনকে মাছ ধরার জাল, পত্তাশী গ্রামের তরিকুল ও উমেদপুর গ্রামের আঃ কাদেরকে অটোরিক্সা, চাড়াখালী গ্রামের জুয়েল ও সেউতিবাড়ীয় গ্রামের আঃ হামিদকে চায়ের দোকানের সরঞ্জাম দেয়া হয়।

এছাড়া জেলার বিভিন্ন থানার ৬৭ জনকে পুর্ণঃবাসনের জন্য সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, সিভিল সার্জন মো. ডা. ফারুক আলম, পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, নায়ক জায়েদ খান, অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, পিপি খান মো. আলাউদ্দিন ও প্রেসক্লাব সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু প্রমুখ।

ট্যাগ: Banglanewspaper ইন্দুরকানী পুলিশ