banglanewspaper

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলার স্বরুপকাঠী উপজেলায় ইঁদুর মারার ফাঁদে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা রেজাউল ও ভাতিজা ফরিদের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে স্বরুপকাঠী উপজেলায় বলদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হচ্ছেন স্বরুপকাঠী উপজেলায় বলদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামের ইয়াকুব আলীর ছেলে মো: রেজাউল করিম (৩৫) ও তার ভাতিজা  নান্নু মিয়ার ছেলে মো: ফরিদ মিয়া (১০)। 

বলদিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো: শাহীন আহম্মেদ জানান, রাতে ইঁদুর ধারার জন্য কাটাখালী গ্রামের আব্দুস সত্তার তার ধান ক্ষেতের পাশে ধানে বিদ্যুতের ফাঁদ পেতে রাখতো। বৃহস্পতিবার রাতে মাছ ধরার জন্য রেজাউল ও ফরিদ তার ধান ক্ষেতে গেলে সেই ফাঁদে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের দুই জনকে উদ্ধার করে স্বরুপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।

স্বরুপকাঠী থানার ওসি (তদন্ত) মো: শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

ট্যাগ: Banglanewspaper পিরোজপুর বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু