banglanewspaper

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ ইন্দুরকানীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক আ.লীগ কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার চরবশ্বের গ্রামের মোঃ সাইদ মাতুব্বর ইলেকট্রিক চায়ের কেতলির ছেড়া তার বিদ্যুৎ সংযোগ দেয়া অবস্থায় জোড়ানোর সময় অসাবধানতার কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসককে দেখালে তিনি তাকে মৃত ঘোষণা করে। নিহত সাঈদ মাতুব্বর চরবলেশ্বর ওয়ার্ড আ’লীগের একজন সদস্য।

নিহতের মেয়ে লাইলি আক্তার জানান, শুক্রবার সকালে চা খাওয়ার জন্য তার পিতা পানি গরম করার ইলেকট্রিক ক্যাথলির ছেড়া তার জোড়াতে যান। অসাবধানতা বশত বিদ্যুতের সুইচ বন্ধ না করায় তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে স্থানীয় এক ডাক্তারকে দেখালে সে মৃত বলে জানায়।

এ ব্যাপারে বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বলেন, খবর পেয়ে আমি সকালে ওই বাড়িতে গিয়েছিলাম। নিজের অসাবধানতার জন্যই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আ.লীগ কর্মী সাঈদ মাতুব্বর মারা গেছে।

ট্যাগ: Banglanewspaper ইন্দুরকানী বিদ্যুৎ স্পৃষ্ট কর্মীর মৃত্যু